কুষ্টিয়ার খোকসার গড়াই নদীর খেয়াঘাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুন) গড়াই নদীর খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায় নি।
খোকসা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরে জানতে পারি গড়াই নদীর খেয়াঘাটে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে ওই খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে অজ্ঞাত নামা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ গড়াই নদীতে ফেলে দেয়।
আজকের বাজার/এসএম