ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

শনিবার ২৭জানুয়ারি  সকাল আটটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ছোট-বড় ফেরি মাঝ নদীতে আটকে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটটার দিকে হঠাৎ করে ঘন কুয়াশার সৃষ্টি হয়। এরপরই ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দিতে হয়।

আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮