ঘন কুয়াশার কারণে শনিবার ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ওই রুটে ফেরি চলাচল শনিবার সকাল ৭টা থেকে আবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারি মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে কর্তৃপক্ষ শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যে বেশ কয়েকবার ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল।
এসময় কয়েকশ যানবাহন আটকা পড়লে চরম ভোগান্তি পড়েন ওই নৌ-রুটে চলাচলকারী যাত্রীরা।
পরে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে জানান ওই কর্মকর্তা