ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বৃহস্পতিবার ভোর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রয়েছে।
বিমানবন্দরের উপপরিচালক বেনি মাধব বিশ্বাস ইউএনবিকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ভোর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে।’
সকাল ৯টা ৪২ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শীতকালে ঘন কুয়াশার কারণে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) কমে আসায় প্রায়ই দেশের বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়।