ঘন কুয়াশার কারণে সোমবার ভোর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) কমে আসায় বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
বিমানবন্দরের উপপরিচালক বেনি মাধব বিশ্বাস জানান, ভোর ৩টা ৩০ মিনিট থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে।
আন্তর্জাতিক রুটের তিনটি ফ্লাইট বিলম্বিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় পাঠিয়ে (ডাইভার্ট) দেয়া হয়েছে। প্রতিবেদন লেখার সময় অন্য একটি ফ্লাইট অবতরণের চেষ্টা করছিল বলেও জানান তিনি।
রানওয়ে এলাকার দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল আবার স্বাভাবিক হবে বলে জানান বিমানবন্দরের উপপরিচালক।
প্রসঙ্গত, শীতকালে ঘন কুয়াশার কারণে প্রায়ই দেশের বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়।