ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোররাত ৪টা থেকে বয়া-বাতি, সিগন্যাল কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
এ দীর্ঘ সময়ে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। বাংলাবাজার প্রান্ত থেকে সকাল সাড়ে ৮টায় দুটো ফেরি ছেড়ে আসলেও ঘন কুয়াশার কারণে মাঝ নদীতেই নোঙ্গর করতে বাধ্য হয়েছে। বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানিয়েছেন, অন্য ১২টি ফেরি উভয় ঘাটে নোঙ্গর করা হয়েছে। শিমুলিয়া তিন নম্বর ঘাট থেকে ফেরি কুমিল্লায় যানবাহন লোড করা আছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিটি এ ঘাট ছেড়ে যাবে। বিআইডব্লিউটিসি বলছে, এ রুটে তিনটি রো রোসহ ১৪ টি ফেরি চলাচল করছিল।