চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের ১৪ ঘণ্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইট। ফ্লাইট বিলম্ব হওয়ায় বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের ২৭৩ জন যাত্রীকে বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিজি ১২৭ ফ্লাইটটি চট্টগ্রাম থেকে সোমবার রাত ১০টা ৫ মিনিটে উন্নয়নের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফ্লাইটটি যায়নি। যদিও কুয়াশা কিছুটা কমলে মাসকাটগামী বেসরকারি ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইট বিমানবন্দর থেকে উন্নয়ন করে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, কুয়াশার কারণে বিমানের আবুধাবি ফ্লাইটটি রাতে যেতে পারেনি। তবে আজ(মঙ্গলবার)বেলা ১১টা ৪৮ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান