ঘরের মাঠে টেস্ট জয়ের মতো আমাদের বোলিং আক্রমণ আছে : শান্ত

দলের বোলিং আক্রমন যথেষ্ট ভালো হওয়ায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট  সিরিজ  জয়ের ব্যাপারে আশাবাদী  বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  তার মতে ঘরের মাঠে টেস্ট জয়ের  মতো বোলিং আক্রমণ বাংলাদেশের আছে।
আগামীকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের আগে আজ সিলেটে শান্ত বলেন, ‘ঘরের মাঠে টেস্ট জয়ের জন্য যথেষ্ট ভালো বোলিং আক্রমন আমাদের আছে। আসলে এটিকে (ঘরে টেস্ট ম্যাচ জয়) আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে আমা;েদর প্রধান লক্স্য হচ্ছে ঘরের মাঠে টেস্ট জয়। তারপর আমরা চিন্তা করবো, কিভাবে ঘরের বাইরে টেস্ট ম্যাচ জিততে পারি।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৩ সালের পর বাংলাদেশের মাটিতে এটিই প্রথম টেস্ট দু’দলের।
ইনজুরি আক্রান্ত অধিনায়ক সাকিব আল হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে খেলছেন না সিনিয়র ওপেনার তামিম ইকবালও। পিতৃত্বকালীন ছুটিতে আছেন গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাস।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ^কাপের দু’টি ম্যাচসহ বাংলদেশকে তিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া শান্তকেই টেস্টের দায়িত্ব দিয়েছে বিসিবি।
অধিনায়ক হিসাবে বড় ফরম্যাটে প্রথমবার নেতৃত্ব দিবেন শান্ত। অভিজ্ঞতায় ভরপুর নিউজিল্যান্ড দলের বিপক্ষে একটি অনভিজ্ঞ দল পেয়েছেন শান্ত।
কিন্তু শান্ত মনে করেন, সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে নিজেদের সামর্থ্য দেখানোর সেরা সুযোগ তরুণদের।
শান্ত বলেন, ‘একটা সময় আসবে যখন এই সিনিয়র খেলোয়াড়রা ক্রিকেট খেলবে না। এর মানে হলো, সাকিব আল হাসান-তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমের মতো যারা এখনও খেলছেন তারা ক্রিকেট থেকে অবসর নিবেন। এজন্য নিজেদেরকে আরও শক্তভাবে প্রমানের জন্য ভালো সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। এটি তাদের জন্য একটি সুযোগ এবং আমি বিশ্বাস করি, ভালো পারফরমেন্স প্রদর্শনের করে সামনের দিকে এগিয়ে যাবে তারা।’
শান্ত আরও জানান, দলে নিজেদের জায়গা পাকা করতে এই সুযোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তরুণদের।
গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫৪৬ রানের রেকর্ড জয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখা শান্ত বলেন, ‘এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তরুণ খেলোয়াড়দের। আমি বিশ্বাস করি, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন ভালোভাবে প্রস্তুত সব খেলোয়াড়ই। আমি মনে করি, সেভাবেই পরিকল্পনা করবে তারা।’
প্রথম অনুশীলনে এসে সিলেটের উইকেটে কিছুটা ঘাষ দেখে বিস্মিত হয়েছিলো নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বাংলাদেশের অন্যান্য ভেন্যুগুলোর থেকে এখানকার উইকেট অনেকটাই ভিন্ন। তবে ব্ল্যাক-ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টে কি ধরনের উইকেট হবে তা জানাতে রাজি হননি শান্ত।
তিনি বলেন, ‘আমি মনে করি না, উইকেট সম্পর্কে কিছু বলা ঠিক হবে। আগামীকাল সবাই দেখতে পাবেন। আমরা খেলোয়াড়রা যতটা সম্ভব উইকেট সম্পর্কে ধারণা নিয়েছি। আমাদের যা শক্তি আছে, সেটি ব্যবহার করে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো।’
সাকিব এবং তামিম নিজেদের ক্যারিয়ারের গোঁধুলি বেলায়  এবং লিটন আগ্রহী না থাকায় বাংলাদেশের সব ফরম্যাটের পরবর্তীতে অধিনায়ক হিসাবে শান্তকে বিবেচনা করা হচ্ছে। দলকে নেতৃত্ব দিতে আগ্রহী শান্ত নিজেও। তিনি জানিয়েছেন, পরবর্তী অধিনায়ককে অনেক সময় দেওয়াই ভালো হবে।
শান্ত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে পারি আমি। দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে পরিকল্পনা করা যে কারও পক্ষে সহজ। পরবর্তী অধিনায়ক হিসেবে যিনি আসবেন, সে যদি লম্বা দীর্ঘ সময় পায়, তাহলে তার জন্য ভালো হবে।’