দেশের করদাতাদের জন্য আয়কর হিসাব করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে অনলাইন সফটওয়্যার ট্যাক্স ক্যালকুলেটর। এতে নিজের বার্ষিক আয়কর সহজেই হিসাব করে নেওয়া যায়। যে কোন করদাতারা ঘরে বসেই হিসাবটি করে নিতে পারেন।
এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে (www.nbr.gov.bd) এ ক্যালকুলেটরটি রয়েছে। নির্দিষ্ট ঘরে প্রয়োজনীয় উপাত্ত বসালেই সফটওয়্যারটি মোট আয় ও আয়ের ওপর প্রদেয় কর জানিয়ে দেবে। এ জন্য আয়কর সম্পর্কিত আইন ও বিধি বিস্তারিত জানার তেমন প্রয়োজন নেই।
এদিকে প্রক্রিয়াটি সুন্দভাবে জানার জন্য এনবিআরের ওয়েবসাইটেই একটি সহায়িকা রয়েছে। প্রথমবার ক্যালকুলেটর ব্যবহার করার আগে এটি পড়ে নিলে সহজেই প্রতিটি ধাপ বোঝা যাবে।
জানা যায়,২০১১ সালের আয়কর মেলায় সাধারণ মানুষের সঙ্গে প্রথম ট্যাক্স ক্যালকুলেটরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে পরিচালিত ‘অ্যাক্সসে টু ইনফরমেশন’ (সংক্ষেপে এটুআই) প্রকল্পের উদ্যোগে সফটওয়্যারটি তৈরি করা হয়। এ উদ্যোগের জন্য ২০১১ সালে এনবিআরকে জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার দেওয়া হয়। যে কেউ বার্ষিক কর নিরূপণ ও আয়কর রিটার্ন তৈরির জন্য ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। ব্যক্তি আয়কর বা কোম্পানি আয়কর-দুই ধরনের করই এই ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায়। এই জন্য কেবল ইন্টারনেট সংযোগ থাকলেই চলে।
এনবিআরের ওয়েবসাইট www.nbr.gov.bd এ প্রবেশ করলেই ট্যাক্স ক্যালকুলেটরের লিঙ্ক পাওয়া যাবে। এখানে দুইটি ট্যাবে রয়েছে ট্যাক্স ক্যালকুলেটর ও ট্যাক্স রিটার্ন প্রিপারেশন। রিটার্ন বা আয়কর বিবরনী তৈরীর সফটওয়্যারটি ক্যালকুলেটরেরই বর্ধিত রূপ। এটি ব্যবহার করে কর হিসাব করার পাশাপাশি নির্ভুলভাবে রিটার্ন তৈরি করা যাবে।
ব্যক্তি আয়কর হিসাব করতে চাইলে Individual Tax Calculator এবং প্রতিষ্ঠানের আয়কর হিসাব করতে চাইলে Company Tax Calculator নির্বাচন করতে হবে। এরপর প্রাথমিক তথ্য, যেমন- নাম, জন্ম তারিখ, টিআইএন নম্বর ইত্যাদি ঘর পূরণ করতে হবে।
ব্যক্তিশ্রেণীর আয়করের ক্যালকুলেটরের ছকে ৯টি খাত রয়েছে। এগুলো হলো বেতন, সিকিউরিটি সুদ, বাড়ি ভাড়া, কৃষি, ব্যবসা বা পেশা, ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে প্রাপ্ত লভ্যাংশ, স্বামী-স্ত্রী ও সন্তানের আয়, মূলধনী মুনাফা ও অন্যান্য খাতের আয়। প্রতিটি খাতে বার্ষিক আয়ের পরিমাণ বসানোর পর নিচের স্বয়ংক্রিয়ভাবে মোট আয় ও তার ওপর প্রদেয় আয়কর চলে আসবে। এসব আয়ের মধ্যে কোনো কর রেয়াত থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। কোম্পানির বার্ষিক আয় ও আয়কর হিসাব করতে চাইলে এর জন্য নির্ধারিত ফরমটি পূরণ করতে হবে। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে মোট আয় ও তার ওপর প্রদেয় কর। হিসাব-নিকাশ হলে Print-এ ক্লিক করে নিয়ে রিটার্নের সঙ্গে এটি সংযুক্ত করতে হবে।
আয়কর হিসাবের পাশাপাশি কেউ অনলাইনে রিটার্নও প্রস্তুত করতে চাইলে, তাকে নিবন্ধিত ইউজার হতে হবে। এর জন্য সাইটের হোমপেইজ থেকে নিবন্ধন করে লগ-ইন করতে হবে। এরপর এবার রিটার্ন প্রিপারেশনের পৃষ্ঠা দেখতে পাবেন। এগুলো পূরণ করে Save বাটনে ক্লিক করে পরবর্তী সময়ে সংশোধন বা পরিমার্জনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন।
আজকের বাজার : এসএস/ এসএস/ ওএফ/ এলকে/ ৩১ ডিসেম্বর ২০১৭