বাজারের ব্যাগ নিয়ে কষ্ট করে আর বাজারে যেতে হবেনা। চাইলে ঘরে বসেই পেতে পারেন রমজানের প্রয়োজনীয় বাজার-সদাই। এ সুযোগ দিচ্ছে অনলাইন শপ মাই অরগানিক বিডি ডট কম।
সম্প্রতি এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শরিফুল আলম পাভেল।
পাভেল জানান, রমজান মাস জুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতি মুনাফার অসুস্থ প্রতিযোগিতা চলে। খাদ্যদ্রব্যে ভেজালসহ অনিরাপদ খাদ্য গ্রহণের মারাত্মক পরিণতি হয় মাসজুড়ে। তাই আমরা রমজানকে ঘিরে ভেজাল মুক্ত এবং সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের পণ্য পৌঁছে দিচ্ছি।
আজকের বাজার/লাবনী