ঘর ভাঙছে জুহির

বিচ্ছেদের আবেদন করলেন টেলিভিশনের আরও এক জুটি। নজরে এবার জুহি পারমার-শচিন শ্রফ। গত ৮ বছরের সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদের জন্য আবেদন করলেন টেলিভিশনের কুমকুম। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

জুহির সঙ্গে শচিনের সম্পর্কের অবনতি হচ্ছে। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, জুহি, শচিন একসঙ্গে থাকছেন না বলেও শোনা যায়। অবশেষে বিচ্ছেদের জন্য আবেদন করলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর অনুযায়ী, সম্প্রতি জুহির জন্মদিনে অনুপস্থিত ছিলেন শচিন। তখন থেকেই শুরু হয় জোর জল্পনা। যদিও বিষয়টি নিয়ে মুখে ‘রা’ কাটেননি জুহি, শচিনের কেউই। শোনা যাচ্ছে, জুহি, শচিনের একমাত্র মেয়ে সামাইরা বর্তমানে মায়ের কাছেই রয়েছে। তবে বছর চারের শিশুর দায়িত্ব শেষ পর্যন্ত জুহিকেই দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে।
এদিকে বর্তমানে ‘শনি’র শুটিংয়ে ব্যস্ত জুহি। অন্যদিকে পরম অবতার শ্রী কৃষ্ণের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শচিন শ্রফ।
আজকের বাজার: সালি / ২৯ ডিসেম্বর ২০১৭