ঘর ভাঙল নাদিয়ার

লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া মিমের ঘর ভাঙল। স্বামী সাফায়াত আলী চয়নের সঙ্গে প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রঅ। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি বয়সের অমিল ও মতপার্থক্যকে দায়ী করেছেন।

৬ মাস প্রেম করার পর বিয়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেন চয়েন-নাদিয়া। সেটা ২০১৬ সালের ২৮ এপ্রিল।

দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টালকে নাদিয়া মিম জানান, গত মে মাসে তাদের ডিভোর্সের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

নাটকের অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন নাদিয়া। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। জানিয়েছেন, অভিনয় ছাড়া আপাতত আর কিছু ভাবতে চাইছি না।

রাসেল/