মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা মধ্যপাড়ায় এলাকায় মতিয়ার গং ও পিকুল গংয়ের মধ্যে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় চলে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিৱিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান