ঘুরতে গি‌য়ে কীর্তণখোলা নদী‌তে নি‌খোঁজ কলেজছাত্র

ট্রলার নি‌য়ে বন্ধু‌দের সা‌থে ঘুর‌তে গি‌য়ে কীর্তণ‌খোলা নদী‌তে প‌ড়ে এক ক‌লেজছাত্র নি‌খোঁজ হওয়ার খবর পাওয়া গে‌ছে।

ব‌রিশা‌লের ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তণ‌খোলা নদী‌তে ‌সোমবার রাত ৮টার দি‌কে ট্রলার থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ হয় সে।

নি‌খোঁজ  দীপক ঘোষ দীপ (১৬) নগরীর আমানতগঞ্জের মু‌ক্তি‌যোদ্ধা সংসদ এলাকার মিন্টু ঘোষের ছে‌লে ও উচ্চ মাধ্য‌মি‌কের প্রথম ব‌র্ষের ছাত্র।

ফায়ার সা‌র্ভি‌সের সহকা‌রী প‌রিচালক ফারুক হো‌সেন জানান, ট্রলার নি‌য়ে বন্ধু‌দের সা‌থে কীর্তণখোলা নদী‌তে হইহু‌ল্লোড় করার সময় নদী‌ তীর থে‌কে ২০০ ফিট দূ‌রে নদীর ম‌ধ্যে প‌ড়ে যায় দীপক। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। কিন্তু প্রচুর স্রোত থাকায় অভিযান বন্ধ রাখা হয়।

মঙ্গলবার সকাল থে‌কে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে ব‌লে জানান ফায়ার সা‌র্ভি‌সের এই কর্মকর্তা।