একটানা দুইসপ্তাহ পতনের পর আজ কিছুটা আশার আলো দেখা যাচ্ছে পুঁজিবাজারের লেনদেনে। দিনের শুরু থেকেই ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন চলছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়ে লেনদেন হচ্ছে। আর আড়াই ঘন্টায় ঢাকা এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে ২৪২ কোটি টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা ১ টা ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫৪২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৭ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৫ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩৪১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬ টির, দর কমেছে ৭৭ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময় মোট লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১৯১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৫৯ টির, দর বেড়েছে ১০৬ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ২৬ টির দর।
আজকের বাজার/মিথিলা