ঘুষের টাকাসহ অডিটর গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা হিসাব রক্ষাণ কার্যালয়ের এক অডিটরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে উপজেলা অফিস থেকে হাসেন আলী নামের ওই অডিটরকে গ্রেপ্তার করা হয়।

দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দা উপজেলার রাউতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কাছে তার স্কুলের শিক্ষকদের এরিয়া বিলের টাকা দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা ঘুষ চায় অডিটর হাসেন আলী। পরে বিষয়টি দুদককে জানায় প্রধান শিক্ষক।

তিনি আরও জানান, এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা দিতে হিসাব রক্ষণ কার্যালয়ে যায় প্রধান শিক্ষক। এসময় শিক্ষক সেজে ছদ্মবেশে এক দুদকের কর্মকর্তাও তার সঙ্গে যান। টাকা আদান প্রদানের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাজার/এমএইচ