ঘুষের টাকাসহ আটক মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা

 যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবীরকে ঘুষের ২ লাখ টাকাসহ আটক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ঢাকার একটি টিম তাকে আটক করে।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ঘুষের দুই লাখ টাকাসহ নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘দুদকের একটি দল যশোর থেকে ফাঁদ পেতে ঘুষের দুই লাখ টাকাসহ নাজমুলকে গ্রেফতার করেছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত।’

আজকের বাজার: বি / ৩ জানুয়ারি ২০১৮