নিজের অফিসে বসে ‘ঘুষ নেওয়ার সময়’ নৌ পরিবহন অধিদপ্তরের যে প্রধান প্রকৌশলী গ্রেপ্তার হয়েছিলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই প্রকৌশলীর নাম এ কে এম ফখরুল ইসলাম।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বুধবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। জাহাঙ্গীর বলেন, দুদকের একটি অভিযোগ আসায় প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকেলে চিঠি ইস্যু করে আজ তাকে পাঠানো হয়েছে।
একটি জাহাজের নকশা অনুমোদন করতে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের কার্যালয়ে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় গত ১৭ জুলাই তাকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল।
এরপর এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
তবে ফখরুলের আইনজীবী কবির দাবি করেন, প্রকৌশলী ফখরুল ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা অভিযোগে।
তবে তার দাবির বিরোধিতা করে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদকের নিয়ম অনুযায়ী ফাঁদ পেতে তাকে ধরা হয়েছে। ঘুষের টাকার যে নম্বর আগে জানা যায়, সেই নম্বরের টাকাসহ তিনি হাতেনাতে ধরা পড়েন। ঘটনা পরিষ্কার, এতে কোনো ক্যামোফ্লেজ নেই।
আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭