ঘুষের টাকাসহ প্রধান নৌ প্রকৌশলী আটক

 

নিজ কার্যালয়ে বসে ‘ঘুষ নেওয়ার সময়’ নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ১৮ জুলাই দুপুরে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের কাযালয় থেকে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযানে গিয়ে তাকে আটক করে।

নাসিম আনোয়ারে জানান, জাহাজের নকশা অনুমোদনের জন্য এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়। ফখরুল ইসলামকে মতিঝিল থানায় নেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান দুদক পরিচালক।

আজকের বাজার: আরআর/ ১৮ জুলাই ২০১৭