ঘুষের এক লাখ টাকাসহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকা থেকে সোমবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব রেজিস্ট্রার পার্থ জমির ক্রেতা সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার প্রতিনিধি ভাগনে ফজলুল হকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ আদায় করেন। এই টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করা।
আটকের পর পার্থকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে জানিয়ে দুদক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে দদুক খুলনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান