ভিয়েতনামের একটি আদালত কয়েক লাখ মিলিয়ন ডলার ঘুষ গ্রহনের দায়ে সাবেক যোগাযোগ মন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। কমিউনিস্ট এই রাষ্ট্রে এক সময়ের ক্ষমতাশালীদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়। নগুয়েন বাক সন ও তার তৎকালীন উপ সহকারী ট্রু অং মিনহ এক বেসরকারি টিভি ফার্মের অনুমোদন প্রদানে ৩.২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণ করে।
রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম টোউ ট্রি জানায়, এক সময়ের ক্ষমতাশালী এই কমিউনিস্ট নেতার বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে হ্যানয়ে বিচার চলে। শনিববার এ বিচার সম্পন্ন হয়। বাক সন ২০১১-২১৬ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং টুয়ানকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান