ঘুষ নেয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা ইলিয়াছ হোসেনকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়। দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মন্ডল জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজি প্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াছ। এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে ধরা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান