নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১০) নামে এক তরুনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ওহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ একই এলাকার মো. আব্দুল আউয়ালের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আরিফ সকালে বাড়ির পাশের মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এ সময় সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তারে ঘুড়ির সুতা আটকে যায়। পরে সে ঘুড়ির সুতা বৈদ্যুতিক তার থেকে ছাড়ানোর সময় বিদ্যুতায়িত হয়। এ সময় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/আরআইএস