আজ দিনের শুরু থেকেই সূচকের উত্থানে লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারেরই। একটানা পতনের পর বাজারে উধমূখী প্রবনতা দেখা গেল আজ সারাদিন জুড়েই । আজ দিনশেষে লেনদেন ছাড়িয়েছে ৪১৫ কোটি ১৬ লাখ টাকা। সূচকের পাশাপাশি লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২০২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৯৪ টির, কমেছে ১০৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯২৮ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৩৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১২২ টির, দর কমে ৯০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৬ টির দর।
আজকের বাজার/মিথিলা