ঘূর্ণিঝড় আমফানে ২ জনের প্রাণ হানি

প্রবল ক্ষতির মুখে কলকাতা। ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড কলকাতা রাজ্যের বিস্তীর্ণ অংশ। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন দু’জন। হাওড়ায় টিনের চাল পড়ে মারা গিয়েছে এক কিশোরী। মিঁনাখায় মৃত্যু হয়েছে এক মহিলার।

গাছ চাপা পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। তবে, দুশ্চিন্তার বিষয় হল ঝড়ের ‘টেইল’ অংশ ফের সোনারপুরের দিক থেকে ঢুকছে কলকাতার দিকে। ফলে ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

জেলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে আপাতত জানা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর চলছে প্রবল বেগে ঝড়। ইতোমধ্যে উপকূলে প্রায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে আমফান। কলকাতাতে বইছে ১০৫ কিলোমিটার বেগে ঝড়। তবে, আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ঝড়ের গড় গতিবেগ ৯০ কিলোমিটার।