ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী জেলা এবং উপকূলজুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি ও মাঝারি ধরনের হাওয়া বইছে। সাগর ও নদীতে বইছে জোয়ার। কুয়াকাটা সমূদ্র সৈকতে ঢেউয়ের তান্ডব চলছে।
এদিকে দূর্যোগ মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে শনিবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে দূর্যোগ মোকাবিলায় সব স্বেচ্ছাসেবী সংগঠনকে মাঠ পর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার।
তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালী জেলায় ঝড় হাওয়া দূর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায়নি। আরও ২-৩ বিরামহীন বৃষ্টি থাকার আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে ইতিমধ্যে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। (বাসস)