সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে ভারী বর্ষণে সারা দেশে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জলবায়ুবিদরা। তাই শুধু উপকূল নয়, সারা দেশের কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে ফসল সংরক্ষণেও গুরুত্ব দেয়ার পরামর্শ তাদের।
উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এটি। শক্তির বিবেচনায় যাকে তুলনা করা হচ্ছে ১৯৯১ সালের প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় ও ২০০৭ সালে তাণ্ডব চালানো সিডরের সঙ্গেও।
আবহাওয়া অধিদফতর বলছে, কোনো কোনো ক্ষেত্রে সিডরের চেয়েও বেশি শক্তিশালী আম্পান। সরাসরি উপকূলে আঘাত হানলে যা বয়ে আনতে পারে ভয়াবহ ক্ষতি। তবে সুন্দরবন হয়ে আঘাত হানলে কিছুটা নিরাপদ হতে পারে বলেও মনে করছেন তারা।
ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শুধু উপকূল নয়, সারা দেশকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে বলছেন বিশেষজ্ঞরা।