ধীরে ধীরে এগিয়ে আসছে, ঘূর্ণিঝড় আম্পান। আজ শেষ রাত থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে এটি পেরুতে পারে, বাংলাদেশ উপকূল।
এ জন্য মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে, আবহাওয়া অধিদপ্তর। তারা জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ।
উপকূল ও চরের নিম্নাঞ্চলে ৪-৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, এরইমধ্যে উপকূলীয় অঞ্চলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।