ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সাথে সমাজসেবামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করে। দেশব্যাপী তাদের রয়েছে ৩ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য।
সমাজসেবামূলক কর্মকান্ডে অংশ হিসেবে স¤প্রতি ইয়ামাহা রাইডার্স ক্লাব সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত নেবু বুনিয়া গ্রামের দুর্দশাগ্রস্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। যাতে করে তারা এই দূর্যোগকালীন সময়ে অন্তত খাবারের অভাবটুকু পূরণ করতে পারে। এই কর্মসূচীতে ইয়ামাহা রাইডার্স ক্লাব, সাতক্ষীরার সকল সদস্য অংশ নেয়। এ সময় তারা ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।