ঘূর্ণিঝড় ‘বুলবুল’: চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে ৯ নম্বর মহাবিপদ সংকেতের কারণে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে বন্দরের মূল জেটির জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়। বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং সহ সকল অপারেশন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বন্দরে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। বন্দরে জারি করা হয়েছে নিজস্ব সর্তকতা এ্যালার্ট-৪। অভ্যন্তরীণ জাহাজ ও ছোট ছোট নৌযানগুলো শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়াও বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজগুলো কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলে সরিয়ে নেয়া হচ্ছে।ইউএনবি।

আজকের বাজার/লুৎফর রহমান