ঘূর্ণিঝড় ‘বুলবুল’ লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করছে।
আজ আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সেই সাথে আকাশ মেঘলাসহ দেশের বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এছাড়া সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস- বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৪মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১১ মিনিটে।
আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।