ঘূর্ণিঝড় মোরার কারণে উপকূলীয় এলাকার দুই লাখ ৮৬ হাজার ২৪৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯ হাজার ৫২৮টি ঘরবাড়ি; এর মধ্যে ১৯ হাজার ৯২৯টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত হয়েছে ৬১ জন।
আজ ৩১ মে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ঘূর্ণিঝড় মোরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। সব জেলা মিলিয়ে যেখানে ৫৪ হাজার ৪৮৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে শুধু কক্সবাজার জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২ হাজার ৫৩৯টি পরিবার।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে। ইতোমধ্যে ১ হাজার ৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এক কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আর ঢেউটিন দেওয়া হয়েছে ৩০০ বান্ডিল।
আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭