ঘূর্ণীঝড় বুলবুলের দাপটে পশ্চিমবঙ্গে বিপুল ক্ষয়ক্ষতি হলেও ভারতীয় কেন্দ্রীয় সরকার এখনো কোন সাহায্য দেয়নি বলে অভিযোগ উঠেছে।
ভারতের সুন্দরবন ও তার লাগোয়া পশ্চিমবঙ্গের তিনটি জেলার ওপর আছড়ে পড়েছিল ঘূর্ণীঝড় বুলবুল। আগাম সতর্কতার ফলে তেমন প্রাণহানি না হলেও কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে অনেক, সম্পত্তিরও প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে।
ঘূর্ণীঝড়ের পরপরই ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ টেলিফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং সাহায্যের আশ্বাস দেন। তিন সপ্তাহ আগে একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে এসেছিল, সরকার থেকে তাঁদের বলা হয় সব মিলিয়ে প্রত্যক্ষ ক্ষতির পরিমাণই ২৩ হাজার কোটি টাকা।
গতকাল সোমবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানিয়ে বলেন, এ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বুলবুল খাতে একটি পয়সাও পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বলে জানান।খবর ভিওএ।
আজকের বাজার/লুৎফর রহমান