রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো।
এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুরিহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আগামীকাল সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।
এ উপলক্ষে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।