রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিসাধীন থাকা সোহাগের (২২) মৃত্যু হয়।
এর আগে সোমবার রাত ১০টার দিকে বার্ন ইউনিটে রাজবাড়ির আলী হোসেনের ছেলে ও রিকশাচালক আনোয়ার হোসেন (৫৫) মারা যান।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন মারা যান। গুরুতর দগ্ধ হন আরও অন্তত ৪১ জন। নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ওয়াহিদ ম্যানশনের সামনে আগুনের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে রাসায়নিকের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরদিন ২১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ৬৭ জনের মরদেহ উদ্ধার করে।
আজকের বাজার/এমএইচ