পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো।
শনিবার সকালে ওই ঘটনায় দগ্ধ জাকির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। জাকিরের শরীরের ৩৮ শতাংশের মতো আগুনে পোড়া ছিল।
এর আগে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন ও সোহাগের মৃত্যু হয়। এরপর শুক্রবার ভোরে রেজাউলের মৃত্যু হয়। তার শরীরের ৫১ ভাগ পুড়ে গিয়েছিল।
আজকের বাজার/এমএইচ