রাজধানীর চকবাজারের কামালবাগ-দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিকের কারখানার আগুনে দগ্ধ হয়ে ৬ জন মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন দুপুর ২ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ বাসসকে জানান, চকবাজার এলাকায় একটি ভবনের প্লাস্টিকের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভবনের নিচতলায় থাকা রেষ্টুরেন্টের ৬ জন ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আসার কাজে লালবাগ,পলাশী,হাজারীবাগ ও সদরঘাট নদীসহ ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের সদস্যরা অংশ নিলেও পরে এখন ৬ টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে।