রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের উদ্ধার এবং অগ্নি নির্বাপনে দমকল কর্মীদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোসাইটির স্বেচ্ছাসেবকরা অগ্নিকান্ডে নিহত ও আহতদের হাসপাতালে স্থানান্তরে ও লাশ শনাক্তকরণে ক্ষতিগ্রস্ত স্বজনদের সহযোগিতাও করছে।
আজ সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন ও উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন জানান, নিহতদের লাশ হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে মৃতদেহ ব্যাগ সরবরাহ করা হয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি উপেক্ষা করে নিহত ও আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে। তিনি বলেন, ভয়াবহ এই অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।