চকরিয়ায় কাভার্ড ভ্যান-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ায় হারবাং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের (৫০), হারবাং মুসলিমপাড়া এলাকার আবদুল সাত্তারের ছেলে তাজউদ্দিন (২৫)। তবে নিহত এক নারী (৪৭) ও তার মেয়ের (৮) পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইনানী রিসোর্ট এলাকায় চকরিয়ামুখী কাভার্ড ভ্যান ও বরইতলীমুখী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আহত হন অন্তত পাঁচজন।

আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে টমটম চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ