কক্সবাজারের চকরিয়ায় বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ফেনী থেকে কক্সবাজারগামী স্টারলাইন পরিবহনের একটি বাস একই রুটের আরেকটি বাসকে ওভারটেক করার সময় উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
ওসি হাবিব আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বাড়ি ফেনী, কুমিল্লা, ভোলা ও চট্টগ্রামে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি হতাহতদের মালামাল নিরাপদে রাখতে পুলিশ নিয়োজিত রয়েছে।
আজকের বাজার/এমএইচ