কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের গোদারফাঁড়ি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত যুবকের পরিচয় দিতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী জানান, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে সঙ্গীয় পুলিশসহ খুটাখালীস্থ গোদারপাড়ি খাল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের অন্ডকোষের আঘাতের চিহৃ, মুখে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহর এখনো পরিচয় পাওয়া যায়নি।
আজকের বাজার/একেএ