চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
মঙ্গলবার (২৯ মে) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়র সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'প্রায় আড়াই ঘণ্টা ধরে পোষাক কারখানাটিতে আগুন জ্বলছিল। ফলে পোশাক কারখানাটির বড় অংশ পুড়ে গেছে । তবে মহানগরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৯টি গাড়ি আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।'
আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।
আজকের বাজার/এসএম/রাসেল