সাড়ে সাত বছর পর চট্টগ্রামের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তামিম।
২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামের এই ভেন্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এরপর চট্টগ্রামে ৫ টেস্টে ৯ ইনিংস খেললেও, সেঞ্চুরি পাননি তামিম।
আর সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় পর ঘরের মাঠে সেঞ্চুরির দেখা পান তামিম। ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ ঘরের মাঠে সেঞ্চুরি করেছিলেন তিনি। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন তামিম।
এরপর দেশ-বিদেশ মিলিয়ে ৪২টি ইনিংস খেললেও, তামিম সেঞ্চুরি পেয়েছিলেন একটি। সেটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ বলে ১২৬ রানের নান্দনিক ইনিংস খেলেন তামিম।
২০১৪ সালের পর চট্টগ্রামে এবং ২০১৬ সালের পর ঘরের মাঠে সেঞ্চুরি পেলেন তামিম।