চট্টগ্রামের রাউজান থেকে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থেকে জানে আলম নামে এক কুখ্যাত ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রাতে রাউজান কদলপুরস্থ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৭ আজ জানায়, বিশ^স্ত সূত্রে তারা জানতে পারে, কতিপয় অস্ত্রধারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল রাত ১০টার দিকে  অভিযান চালায়।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা রাউজান ভোমরপাড়ার মৃত আজিজুল হকের পুত্র জানে আলম (৩৯)-কে  আটক করতে সক্ষম হয়। এ সময় আটক আসামির হাতে থাকা একটি ব্যাগ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সিডিএমএস পর্যালোচনা করে আসামি জানে আলমের বিরুদ্ধে রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা ও অস্ত্র আইনসহ মোট ৬টি মামলার তথ্য পাওয়া যায়।
তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। (বাসস)