বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শ্রীলংকার আসলে গুনারত্নেকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গুনারত্নেকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ।
বিপিএলে এবারই প্রথম খেলবেন গুনারত্নে। তবে গেল মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও বেশ পারদর্শী গুনারত্নে। মিডিয়াম এ পেস বোলার দেশের হয়ে ৬টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান ও বল হাতে ৫ উইকেট শিকার করেছেন গুনারত্নেকে। এছাড়া ৪৯টি টি-২০ ম্যাচে ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯১০ রান ও ২৮ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী গুনারত্নে।
জাতীয় দলের সর্বশেষ খেলেছেন ওয়ানডে। চলমান বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলো সেই ওয়ানডে। তবে ২০১৭ সালে সর্বশেষ খেলেছেন টেস্ট ও টি-২০ ম্যাচ।
আজকের বাজার/লুৎফর রহমান