চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার, ২৭ মার্চ সকাল ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ বঙ্গবন্ধু এভিনিউ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু এভিনিউ সড়কের পাশ থেকে এক হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কেউ তাকে পিটিয়ে হত্যা করে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক পাঠানো হয়েছে।

আরএম/