চট্টগ্রামের হাটহাজারী সন্দ্বীপ কলোনি এলাকা থেকে অর্ধশতাধিক মামলার আসামি সন্ত্রাসী সুমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা। আজ বিকেলে এই অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী সুমন ভূমিদস্যু এবং অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান