চট্টগ্রামের বাঁশখালী থেকেঅস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- খলিলুর রহমান (২৮), মো. ইসমাইল (২৫) ও এনামুল হক (২১)।
শনিবার (২৩ জুন) দিবাগত রাতে গন্ডামারা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাঁশখালী থানার ওসি সালাউদ্দিন হীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি একনলা বন্দুক, দুটি এলজি, ১০ রাউন্ড তাজা কার্তূজসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিদের বহনকারী নাম্বার ছাড়া একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান বাঁশখালী থানার এসআই মো. আবু হানিফ।
রাসেল/