চট্টগ্রামে আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য তৃতীয় আবাসন প্রকল্পের কাজ শুরু করতে নিবন্ধন ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লি.। পাশাপাশি আগামী ৩০ অক্টোবরের মধ্যে সমিতির সকল বকেয়া পাওনা পরিশোধ করতে সকল সদস্য, প্লটমালিক, ফ্ল্যাট মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে। সকালে সমিতি রেজিষ্ট্রার্ড কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সমীর কান্তি বড়ুয়া, সম্পাদক হাসান ফেরদৌস, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী মহসীন, মঞ্জুর আলম মঞ্জু।
ব্যবস্থাপনা কমিটির সভায় সম্প্রতি শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় সমিতির প্রকল্প অফিসে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ওই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অবৈধ পন্থায় স্ত্রী’র নামে নেয়া তিন প্লট উদ্ধারে আইনি পদক্ষেপ গ্রহণ, সমিতির নেতৃবৃন্দের নামে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অশ্লীল, কুরুচিপুর্ণ চিঠি-পত্র বিলি, সমিতির বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া যেসব সদস্য দীর্ঘদিন ধরে সমিতির আমানত ও শেয়ারক্রয় করেননি এবং সমিতির বকেয়া পরিষদ করেননি তাদের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে।
সভায় কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন দ্বিতীয় প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ডেভেলপার প্রতিষ্ঠান জেনেসিস হোল্ডিংস এন্ড টেকনোলজিসের সাথে বৈঠক, সদস্যদের ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে আবাসন বঞ্চিত সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে তৃতীয় প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে নিবন্ধন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য সমিতি অফিস থেকে নিবন্ধন ফরম নির্ধারীত মুল্যে সংগ্রহ করতে হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০০টাকা। সভায় সমিতির কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিসহ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
আজকের বাজার: আরআর/ ১৭ অক্টোবর ২০১৭