চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্য করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
জেলার ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে শুধু এই পুলিশ সদস্যের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এই পরিস্থিতিতে সংক্রমণরোধ করতে দামপাড়া পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন এলাকায় সরিয়ে নেয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের ১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আটজন ট্রাফিক কনস্টেবল, দুইজন পুলিশ লাইনে এবং একজন নগরীর খুলশি থানায় কর্মরত। তাদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় নতুন করে ২৮ বছর বয়সী এ রোগী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য বলে জানা গেছে। এই একজনসহ চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
তাছাড়া চট্টগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ৮৪টি নমুনা পরীক্ষা করে সবকটির ফল নেগেটিভ আসে বলে জানান সিভিল সার্জন।
এদিকে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ৩০১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন।
তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বাকি ৫০ জন এখনো চিকিৎসাধীন আছেন।